রুচিশীল পরিবেশ উন্নত পাঠদান পদ্ধতি ও আদর্শ জীবন গঠেনের অঙ্গীকার নিয়ে 1/4/2017 সালে ভাদাইল( ,মেয়ে শাখা মাদার রোড প্রিন্ট সংলগ্ন ও ছেলে শাখা ওয়াল্টন শো রুমের 2য় তলায় ) ধামসোনা, আশুলিয়া, ঢাকায় প্রতিষ্ঠা লাভ করেছে জামিয়া মাহমুদিয়া দারুল উলুম বালক/বালিকা মাদরাসা । 1866 সালে ভারতের দেওবন্দ এলাকায় গড়ে উঠেছে দারুল উলূম দেওবন্দ , পৃথিবী জুড়ে শেকড় গেড়ে আছে যে দ্বীনি প্রতিষ্ঠান সে দেওবন্দের চিন্তা চেতনা ও আদর্শে পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া মাহমুদিয়া দারুল উলূম বালক/বালিকা মাদরাসা । দেশের 40 হাজার কওমী মাদরাসার মাঝে নিজস্ব স্বকীয়তা স্বতন্ত্র সুর ও বৈশিষ্ট নিয়ে পথ চলছে এই মাদরাসা । বর্তমানে মাদরাসার শিক্ষক মন্ডলি 13 জন যাদের অধিকাংশ দেশের বিভিন্ন খ্যাতমান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে সফলতার সঙ্গে উত্তীর্ন হয়েছেন। মাদরাসার কর্তৃপক্ষ নববী আদর্শের শিক্ষা ,আদর্শ নাগরিক নাগরিকা ও আগামীর প্রজন্মকে দেশ প্রেমিক হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। অতএব সুন্দর ভাবে কাজ করার জন্যসকলের কাছে দোয়া কামনা রইল ।